Posts

_নারীদের অবস্তা

Image
             নারীদের অবস্তা         ‌  ‌                                          পারভেজ রহমান  ছোট-ছোট ছেলে ময়েরা পাড়ায়-পাড়ায় ঘুরে পারভেজ রহমান                  আজ কাল মেয়েরা ঢং দেখিয়ে চলে। ডিজিটাল বাংলাদেশের সে জে কি অবস্তা         মেয়েদের ঘমটা ফেলে চলার সাহসটা ছেলে দের পেছনে ফেলে তারা,          যায় চলে যায় তাদের হিল লাগা পা দুটো। তারা যে মনে করে, তারাই জগতের রূপিনী,                        মনে যে করে তারাই বিশ্ব জাহনি। ——ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ——                         নারীদের জন্য হলো টাল রং মাখানো জগৎ ধংস করল ইহুদীর বাচ্চারা,     ধংস করল পর্দাহীন নারীরা। চলা ফ...

অগ্নি দুর্ঘটনা

Image
একটি অগ্নি দুর্ঘটনা  *ঠাকুরগাওঁ জেলা হরিপুর থানা,  মারাধার গ্রামে লোকমান মুনসির ছেলে জাকারিয়ার ভাই রহমানের বাড়িতে তার ছটো ছেলে রান্না ঘরে আগুন ধরিয়ে দেই। আর তখন রান্না ঘরে আগুন ধরে জায় দির্ঘ ৫ থেকে ৬ মিনিট আগুন ধরে ছিল ।      গ্রামের সব লোকজন তা নিভায় । এই দিনে আগুন ধরা খুব বিপদ জনক। তাই বলি  সবাই সবার ছোট ছোট সন্তানদের দেখে থাকুন । ছোট বাচ্চাদের আগুন,বিশ ইত্যাদি থেকে দুরে রাখুন । তা না হলে এর চেয়ে আরো বড় বিপদ আসতে পারে।

_ স্বপ্ন

Image
কবিতাটি লিখেছেন সাব জর্জ __ স্বপ্ন __ সাব জর্জ ........................ তিলে তিলে বুনা স্বপ্নগুলো আজ  বড্ড অসহায়, এদিক ওদিক করে ছোটাছুটি  ঘুরে ফিরে শত দরজায়..!!  আমার আকাশে, তার দেয়া আশ্বাসে জলে উঠা সুখতারা -- পায়নি খুজে ঠাঁই, পুড়ে হয় ছাই ! নি:স্তব্ধ হয়ে আজ দিশেহারা ..!! আমার জগতে, মনেরও অজান্তে ছিল তার বসবাস -- নির্ঘুম রাতে, স্বপ্ন মিথ্যাতে করেছে মোর সর্বনাশ ..!! শত ভরসাতে, আশাতে আশাতে মোর কেটে যায় বছর -- মিছে সান্ত্বনাতে, ছিল যে সাথে তাই আকাশটা আজ ধূসর..!! হারিয়ে যাওয়া দিনে, সমস্ত ঋণে আমার ভাল থাকা -- বেদনাতে কাদি,ফিরে আসো যদি হবে শেষ দেখা ...!!

_ বন্যা

Image
    কবিতাটি বানিয়েছেন     মতিউর বিন ইাফান আলী      তারিখ ১৪/০৮/ ২০১৭ কতো সজন হারালো আপন. হলো ঘর ছাড়া।। এই বন্যায় আর কতো জন হবে প্রভু দেশহারা।। কদাজন হয়তো আপন দুখিনীর দেখে দুখ।। বিলাশী সফাসদ ছাড়িয়া মুছি জন দেখিবে কাহার সুখ।। বলিবে কেহায় আপন কাহার আছে কে কথায়।। রুদ্ধ ধ্বনী বাকহীন শব্দে শুধুই চাহিয়া রয়।। যে জন বিদাশে অশ্রু হরশে ফেসবুক করিয়া সাথি ।। আখিঁ শিক্ত অবনমিতো নয়ন সজনেরে খুজেফিরী।। কে কথায় আছো একটু যাওনা ভাই।। বন্যার কবলে পড়িয়া অদের নিস্তার বুঝিনায়।  এই মোসাফিরে অনুরধ টুকু হেলায় দেখোনা ভাই।। জবে তুমি মজলুম তবেই বুঝিবে মোসাফির কারে কয়।। মহিয়োষি তুমি তখন বুঝিবে কতদুর কারবালা।। ফরাতের পানি হিমলক হয়ে ধরাদিবে যেই বেলা।।
  shubbanbd.or  এই সাইটে ইসলামি তত্থ্য পাবেন

সলাত এর ওয়াক্ত সমুহ

আবদুল্লাহ্ ইবনু মাসলামা (রহঃ) ইবনু শিহাব (রহঃ) থেকে বর্ণিত, উমর ইবনু আবদুল আযীয (রাঃ) একদিন কোন এক সালাত (নামায/নামাজ) আদায়ে বিলম্ব করলেন। তখন উরওয়া ইবনু যুবাইর (রাঃ) তাঁর কাছে গেলেন এবং তাঁর কাছে বর্ণনা করলেন যে, ইরাকে অবস্থানকালে মুগীরা ইবনু শু’বা (রাঃ) একদিন এক সালাত (নামায/নামাজ) আদায়ে বিলম্ব করেছিলেন। ফলে আবূ মাসঊন আনসারী (রাঃ) তাঁর নিকট গিয়ে বললেন, হে মুগীরা! একি? তুমি কি অবগত নও যে, জিবরাঈল (আলাইহি ওয়াসাল্লাম) অবতরন করে সালাত (নামায/নামাজ) আদায় করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত (নামায/নামাজ) আদায় করলেন। আবার তিনি সালাত (নামায/নামাজ) আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত (নামায/নামাজ) আদায় করলেন। পুনরায় তিনি সালাত (নামায/নামাজ) আদায় করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত (নামায/নামাজ) আদায় করলেন। আবার তিনি সালাত (নামায/নামাজ) আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত (নামায/নামাজ) আদায় করলেন। পুনরায় তিনি সালাত (নামায/নামাজ) আদায় করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত (নামায/নামাজ) আদায় করলেন...