Android lock
Android lock আপনি ও কি প্যটার্ন লক ভূলে যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস করতে সমস্যা হচ্ছে? কেমন আছেন সবাই আমারা এখন প্রাই সবাই এন্ড্রয়েড চালাই কিন্তু সমস্যা হল মাঝে মাঝে লক ভুলে যাই বা কেউ শয়তানি করে দিয়ে দেয় আপনার জন্যে ২টি সমাধান সমাধান- ১ : এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে *প্যটার্ণটি অনুমাণ করে অন্তত ৫বার ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, “Forgot Pattern”? এটাতে ট্যাপ করুণ। *ট্যাপ করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। *সফলভাবে জি-মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ। সমাধান-২: ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই বার বার ভুল প্যাটার্ণ ড্র করার ফলে অনেক সময় ছোট বাচ্চা অথবা বন্ধুদের কারণেও ডিভাইস লকড হয়ে যেতে পারে। এ সময়ে ডিভাসে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া গত্যন্তর থাকে না। এসময় হাতে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়। জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন *প্রথমে নিশ্চি...