অগ্নি দুর্ঘটনা

একটি অগ্নি দুর্ঘটনা 

*ঠাকুরগাওঁ জেলা হরিপুর থানা,

 মারাধার গ্রামে লোকমান মুনসির ছেলে জাকারিয়ার ভাই রহমানের বাড়িতে তার ছটো ছেলে রান্না ঘরে আগুন ধরিয়ে দেই। আর তখন রান্না ঘরে আগুন ধরে জায় দির্ঘ ৫ থেকে ৬ মিনিট আগুন ধরে ছিল । 

   


গ্রামের সব লোকজন তা নিভায় । এই দিনে আগুন ধরা খুব বিপদ জনক।


তাই বলি  সবাই সবার ছোট ছোট সন্তানদের দেখে থাকুন । ছোট বাচ্চাদের আগুন,বিশ ইত্যাদি থেকে দুরে রাখুন ।


তা না হলে এর চেয়ে আরো বড় বিপদ আসতে পারে।

Comments

Popular posts from this blog

Confidence Coaching

Xiaomi Poco M3