Posts

Showing posts from March 9, 2018

_ স্বপ্ন

Image
কবিতাটি লিখেছেন সাব জর্জ __ স্বপ্ন __ সাব জর্জ ........................ তিলে তিলে বুনা স্বপ্নগুলো আজ  বড্ড অসহায়, এদিক ওদিক করে ছোটাছুটি  ঘুরে ফিরে শত দরজায়..!!  আমার আকাশে, তার দেয়া আশ্বাসে জলে উঠা সুখতারা -- পায়নি খুজে ঠাঁই, পুড়ে হয় ছাই ! নি:স্তব্ধ হয়ে আজ দিশেহারা ..!! আমার জগতে, মনেরও অজান্তে ছিল তার বসবাস -- নির্ঘুম রাতে, স্বপ্ন মিথ্যাতে করেছে মোর সর্বনাশ ..!! শত ভরসাতে, আশাতে আশাতে মোর কেটে যায় বছর -- মিছে সান্ত্বনাতে, ছিল যে সাথে তাই আকাশটা আজ ধূসর..!! হারিয়ে যাওয়া দিনে, সমস্ত ঋণে আমার ভাল থাকা -- বেদনাতে কাদি,ফিরে আসো যদি হবে শেষ দেখা ...!!