Posts

Showing posts from September 27, 2018

মারাধার এলাকার রস্তা ঠিক করারউপ লক্ষে

          মারাধার এলাকার সরক এর অবস্তা ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য শ্রদ্ধেয় জনাব আলহাজ্ব দবিরুল ইসলাম সমীপে। স্যার সালাম ও শুভেচ্ছা রইল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী উন্নয়নের ধারাবাহিতায় এগিয়ে যাচ্ছে দেশ। বিষয় বস্তুঃ ঠাকুরগাঁও ২ আসনের হরিপুর উপজেলাধীন ১ নং গেদুড়া ইউনিয়নের মারাধার গ্রামটির সড়ক যোগাযোগব্যবস্থা খুবই খারাপ। এই রাস্তায় প্রতিদিন শত শত লোক, ভ্যান, সাইকেল, মোটর সাইকেল, অটো, মাইক্রো, বড় ট্রাক্টর, পুলিশ ও বিজিবি'র গাড়ী চলাচল করে। এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করতে হয় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ; গেদুড়া মারাধার সরকারী প্রাথমিক বিদ্যালয়, গেদুড়া মারাধার দাখিল মাদ্রাসা, মলানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মারাধার নুরানী মাদ্রাসা, লক্ষীর হাট উচ্চবিদ্যালয়, আটঘরিয়া উচ্চবিদ্যালয়, গেদুড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ এবং মলানী ও কাঠালডাঙ্গী বিজিবি ক্যাম্পের সদস্যদের। আর ফসলের মৌসুমে আলু কফি ভুট্টা ধানের সময় হাজার গাড়ি চলাচল করে। উঁচুনিচু গর্তের কারনে প্রায়শই অনেক গাড়ীকে বিপদে পড়তে হয়। আর, শুষ্ককালে চরম ধুলোবালি ও বর্ষাক...