_নারীদের অবস্তা

             নারীদের অবস্তা         ‌  ‌                                          পারভেজ রহমান 

ছোট-ছোট ছেলে ময়েরা পাড়ায়-পাড়ায় ঘুরে
পারভেজ রহমান

                 আজ কাল মেয়েরা ঢং দেখিয়ে চলে।

ডিজিটাল বাংলাদেশের সে জে কি অবস্তা

        মেয়েদের ঘমটা ফেলে চলার সাহসটা

ছেলে দের পেছনে ফেলে তারা,

         যায় চলে যায় তাদের হিল লাগা পা দুটো।

তারা যে মনে করে, তারাই জগতের রূপিনী,

                       মনে যে করে তারাই বিশ্ব জাহনি।




——ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ——                       নারীদের জন্য হলো টাল

রং মাখানো জগৎ ধংস করল ইহুদীর বাচ্চারা,

    ধংস করল পর্দাহীন নারীরা।

চলা ফেরা দেখে মনে হয়,

           তারাই রূপের রানী

সত্যিকার অর্থে তারাই বসুধা ধংসের প্রধান।

Comments

Popular posts from this blog

Confidence Coaching

Xiaomi Poco M3