মারাধার এলাকার রস্তা ঠিক করারউপ লক্ষে

         মারাধার এলাকার সরক এর অবস্তা

ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য শ্রদ্ধেয় জনাব আলহাজ্ব দবিরুল ইসলাম সমীপে।
স্যার সালাম ও শুভেচ্ছা রইল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী উন্নয়নের ধারাবাহিতায় এগিয়ে যাচ্ছে দেশ।
বিষয় বস্তুঃ
ঠাকুরগাঁও ২ আসনের হরিপুর উপজেলাধীন ১ নং গেদুড়া ইউনিয়নের মারাধার গ্রামটির সড়ক যোগাযোগব্যবস্থা খুবই খারাপ। এই রাস্তায় প্রতিদিন শত শত লোক, ভ্যান, সাইকেল, মোটর সাইকেল, অটো, মাইক্রো, বড় ট্রাক্টর, পুলিশ ও বিজিবি'র গাড়ী চলাচল করে। এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করতে হয় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ; গেদুড়া মারাধার সরকারী প্রাথমিক বিদ্যালয়, গেদুড়া

মারাধার দাখিল মাদ্রাসা, মলানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মারাধার নুরানী মাদ্রাসা, লক্ষীর হাট উচ্চবিদ্যালয়, আটঘরিয়া উচ্চবিদ্যালয়, গেদুড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ এবং মলানী ও কাঠালডাঙ্গী বিজিবি ক্যাম্পের সদস্যদের। আর ফসলের মৌসুমে আলু কফি ভুট্টা ধানের সময় হাজার গাড়ি চলাচল করে। উঁচুনিচু গর্তের কারনে প্রায়শই অনেক গাড়ীকে বিপদে পড়তে হয়।
আর, শুষ্ককালে চরম ধুলোবালি ও বর্ষাকালে # কাদার জন্য জুতা খুলে পায়ে হেঁটে চলা ছাড়া উপায় থাকে না। এই রাস্তাটি একদম চলাচল উপযোগী থাকে না।
এলাকাবাসীর দাবী,
এই আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য, ঠাকুরগাঁওয়ের প্রাণ পুরুষ, ঠাকুরগাঁও দুই আসনের উন্নয়নের রুপকার, জনাব আলহাজ্ব দবিরুল ইসলাম সাহেব এর কাছে চাওয়া দাবী যে, এই রাস্তাটি গেদুড়া মলানী বাজার হতে মারাধার গ্রাম দিয়ে নাগর নদী বাঁধ হয়ে কলনী পাড়া - বেলডাঙ্গী কাঠাল ডাঙ্গী
# বিজিবি_ক্যাম্প পর্যন্ত পাকা ও প্রশস্ত করণে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে আপনার নির্বাচনী এই অবহেলিত এলাকার মানুষের সুন্দর ভাবে জীবনযাপনে সুদৃষ্টি দিবেন ।মারাধার এলাকার জনগণ
পক্ষে, শামীম ডিএস
নিসচা কর্মী ঠাকুরগাঁও জেলা শাখা।

Comments

Popular posts from this blog

Confidence Coaching

Xiaomi Poco M3