Posts

Showing posts from September, 2018

মারাধার এলাকার রস্তা ঠিক করারউপ লক্ষে

          মারাধার এলাকার সরক এর অবস্তা ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য শ্রদ্ধেয় জনাব আলহাজ্ব দবিরুল ইসলাম সমীপে। স্যার সালাম ও শুভেচ্ছা রইল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী উন্নয়নের ধারাবাহিতায় এগিয়ে যাচ্ছে দেশ। বিষয় বস্তুঃ ঠাকুরগাঁও ২ আসনের হরিপুর উপজেলাধীন ১ নং গেদুড়া ইউনিয়নের মারাধার গ্রামটির সড়ক যোগাযোগব্যবস্থা খুবই খারাপ। এই রাস্তায় প্রতিদিন শত শত লোক, ভ্যান, সাইকেল, মোটর সাইকেল, অটো, মাইক্রো, বড় ট্রাক্টর, পুলিশ ও বিজিবি'র গাড়ী চলাচল করে। এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করতে হয় ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান ; গেদুড়া মারাধার সরকারী প্রাথমিক বিদ্যালয়, গেদুড়া মারাধার দাখিল মাদ্রাসা, মলানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মারাধার নুরানী মাদ্রাসা, লক্ষীর হাট উচ্চবিদ্যালয়, আটঘরিয়া উচ্চবিদ্যালয়, গেদুড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ এবং মলানী ও কাঠালডাঙ্গী বিজিবি ক্যাম্পের সদস্যদের। আর ফসলের মৌসুমে আলু কফি ভুট্টা ধানের সময় হাজার গাড়ি চলাচল করে। উঁচুনিচু গর্তের কারনে প্রায়শই অনেক গাড়ীকে বিপদে পড়তে হয়। আর, শুষ্ককালে চরম ধুলোবালি ও বর্ষাক...