_ বন্যা

    কবিতাটি বানিয়েছেন   

 মতিউর বিন ইাফান আলী





    
তারিখ ১৪/০৮/২০১৭
কতো সজন হারালো আপন.


হলো ঘর ছাড়া।।
এই বন্যায় আর কতো জন হবে প্রভু দেশহারা।।
কদাজন হয়তো আপন দুখিনীর দেখে দুখ।।
বিলাশী সফাসদ ছাড়িয়া মুছি জন দেখিবে কাহার সুখ।।
বলিবে কেহায় আপন কাহার আছে কে কথায়।।
রুদ্ধ ধ্বনী বাকহীন শব্দে শুধুই চাহিয়া রয়।।
যে জন বিদাশে অশ্রু হরশে ফেসবুক করিয়া সাথি ।।
আখিঁ শিক্ত অবনমিতো নয়ন সজনেরে খুজেফিরী।।
কে কথায় আছো একটু যাওনা ভাই।।
বন্যার কবলে পড়িয়া অদের নিস্তার বুঝিনায়। 
এই মোসাফিরে অনুরধ টুকু হেলায় দেখোনা ভাই।।
জবে তুমি মজলুম তবেই বুঝিবে মোসাফির কারে কয়।।
মহিয়োষি তুমি তখন বুঝিবে কতদুর কারবালা।।
ফরাতের পানি হিমলক হয়ে ধরাদিবে যেই বেলা।।

Comments

Popular posts from this blog

Confidence Coaching

Xiaomi Poco M3